Create account

Login

Login

No Account? SIGNUP
X

প্রাইভেসী এন্ড পলিসি

amartender.com  তার গ্রাহক, ভিজিটরদের  ব্যক্তিগত গোপনীয়তা  নিরাপদ রাখতে বদ্ধ পরিকর।  অনুগ্রহ করে এই পুরো বিবরনী সতর্কতার সাথে পড়ুন কারণ এটি আইনের অধীনে আপনার অধিকার এবং দায়বদ্ধতার উপর প্রভাব রাখে।

amartender.com  যে সকল তথ্য সংগ্রহ করবেঃ

১. সিষ্টেম তথ্য

amartender.com ওয়েবসাইটের যে কোন পেইজে আপনি ভিজিট করলে যে সকল তথ্য সনাক্ত এবং সংরক্ষন করা হয়-

  • যে কম্পিউটারের সাহায্যে সাইটে প্রবেশ করবেন তার IP(Internet Protocol)এড্রেস
  • আপনার সার্ভার এড্রেস
  • আমাদের সাইট ব্যবহার করার সময় আপনি যে ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তার তথ্য।

 

২. ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য

আপনি আমাদের সাইটের রেজিষ্ট্রেশন করার পর, পরবর্তীতে আপনার যে সকল তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করিঃ- ইমেইল এড্রেস, amartender.com এ আপনার একাউন্টের পাসওয়ার্ড (???????), প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ধরন, ব্যবসায়ের ধরন, শহরের নাম, দেশের নাম, ফোন নম্বর, বিলিং এড্রেস, যোগাযোগকারীর নাম ইত্যাদি

 

৩. কুকিজ (নিম্নোক্ত কারনে আমরা কুকিজ অথবা অন্য কোন ইলেকট্রনিক টুল ব্যবহার করি )

  • সার্ভিস গ্রাহকের amartender.com  ওয়েব সাইট ব্যবহার সহজসাধ্য করার জন্য।
  • আমরা কুকি ব্যবহার করি সার্ভিস গ্রাহকের নাম এবং পাসওয়ার্ড,  স্বতন্ত্র আগ্রহের বিষয়গুলোকে জানতে ও বুঝতে, ক্লিক ট্র্যাক করা এবং ওয়েব সাইটের লোড ব্যালেন্সিং করার জন্য।
  • কুকি ব্যবহারের মাধ্যমে আমরা সার্ভিস গ্রাহককে দ্রুত সার্ভিস প্রদান করতে পারি।
  • সার্ভিস গ্রাহক নির্দিষ্ট কোন ওয়েবপেইজগুলো বেশী ভিজিট করেন, যেন পরবর্তীতে সার্ভিস গ্রাহক যখন ওই ওয়েব পেইজগুলো পুনরায় দেখতে চান আমরা সার্ভিস গ্রাহককে অনেক ওয়েবপেইজের ভীড়ে নির্দিষ্ট ওই ওয়েবপেইজগুলো সহজে দেখাতে পারি।
  • আমাদের ওয়েব সাইটে আগত ট্রাফিক সংখ্যা জানার জন্য।
  • amartender.com  ওয়েবসাইটকে আপনারদের জন্য উত্তরোত্তর আরো বেশী সহজ ও তথ্য সমৃদ্ধ করার জন্যে।

তবে আপনি যদি আমাদের সাইটে কোন রেজিষ্ট্রেশন না করে থাকেন তবে কুকি ব্যবহার করেও আমাদের পক্ষে আপনাকে জানা সম্ভব হবে না। কুকি ব্যক্তিগত সে তথ্য গুলোই গ্রহন করবে  যে তথ্যগুলো আপনি amartender.com সরবরাহ করবেন। আপনার হার্ডড্রাইভের ডাটা কুকি রীড করতে পারে না। আপনি এই সাইট ব্যবহার করার সময় বিভিন্ন কোম্পানীর এ্যাড দেখতে পাবেন যা ওই কোম্পানীর সার্ভার থেকে দেখানো হবে,  এ্যাড কোম্পানীগুলোও তাদের নিজস্ব কুকি রেখে দিতে পারবে যদি ওই এ্যাডের ক্লিক করে আপনি তাদের কোন ওয়েব পেজ ভিজিট করেন। যেহেতু উক্ত এ্যাড কোম্পানীগুলোর নিজস্ব নিয়মকানুন আছে তাই তারা amartender.com  ওয়েবসাইটের নিয়ম কানুনের আওতার বাইরে। তবে এক্ষেত্রে আপনার কাছে আমাদের পরামর্শ হবে আপনি ওই সাইটের ব্যবহারের ক্ষেত্রে উক্ত ওয়েবসাইটের নিয়ম কানুন দেখে নিবেন, আর যদি তা সহজে দেখতে না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিন তাদের নিয়মনীতি ও শর্তাবলীগুলো।

 

লিংক

amartender.com  এর ওয়েব সাইটে অন্যান্য ওয়েব সাইটের লিংক থাকতে পারে। ওই ওয়েব সাইটগুলোর নিজস্ব প্রাইভেসী পলিসি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রনের বাইরে। উক্ত সাইটগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হবেন না তার নিশ্চয়তা amartender.com  প্রদান করে না। আপনি যখনই আমাদের সার্ভার ছেড়ে, ওই সাইটগুলোকে ভিজিট করবেন, তাদের প্রাইভেসী পলিসি amartender.com  থেকে ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আপনি ওই সাইটের হোমপেজ থেকে তাদের প্রাইভেসী পলিসি দেখে নিতে পারেন, আর তা যদি না খুঁজে পান তবে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রাইভেসী পলিসিগুলো জেনে নিতে পারেন।

 

ডাটা সর্ম্পকিত

amartender.com  তার ব্যবহারকারীর প্রদত্ত তথ্য নিরাপদ রাখতে বদ্ধপরিকর। তবে নিয়ন্ত্রনের বাহিরের কোন কারণবশতঃ টেকনিক্যাল কোন কারনে অথবা ধর্মঘট, অসহযোগ, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ, রায়ট, প্রাকৃতিক দূর্যোগ, হ্যাকিং এর কারণে ডাটা চুরি অথবা হারিয়ে গেলে তার জন্যে amartender.com  দায়ী থাকবে না।

এছাড়াও ডাটাবেইসে রাখার সুবিধার জন্য, amartender.com  প্রাপ্ত যে কোন তথ্যের নীতিগত পরিবর্তন ও পরিবর্ধন করার অধিকার রাখে।

 

একাউন্টের নিরাপত্তা

amartender.com  এ আপনার লগ ইন ইনফরমেশন (ইউজার নেম এবং পাসওয়ার্ড) আপনি সতর্কতার সাথে সংরক্ষন করবেন। এই সংরক্ষণ এবং গোপনীয়তার দায়বদ্ধতা শুধুমাত্র আপনার।

amartender.com এ আপনার গ্রাহক আইডি এবং পাসওয়ার্ড শুধুমাত্র আপনার একার জন্যই প্রদত্ত। আপনি অন্য কাউকে এই  গ্রাহক আইডি বা পাসওয়ার্ড প্রদান করার জন্য অনুমোদনপ্রাপ্ত নন।

 

গোপনীয়তার নীতি পরিবর্তন

  • amartender.com যে কোন সময় তার গোপনীয়তার নীতি পরিবর্তন করার ক্ষমতা রাখে। তবে পরিবর্তনের এই বিষয়টি সকল গ্রাহক/ব্যবহারকারীকে ই-মেইলের (গ্রাহকের প্রোফাইলের ই-মেইল) মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
  • আমাদের গ্রাহকদের উন্নত সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। আপনার যে কোন পরামর্শ এবং মূল্যবান মতামতের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, কারন ব্যবহারকারীর চাহিদা এবং মতামতের উপর ভিত্তি করেই একটি স্বনিয়ন্ত্রিত সিস্টেম উন্নতির দিকে চালিত হয়।

amartender.com সর্ম্পকিত আপনার প্রশ্ন, মূল্যবান মতামত এবং পরামর্শ জানাতে অনুগ্রহপূর্বক নিচের নম্বরে কল করুন, ইমেইল করুন অথবা কন্টাক্ট পেজ এর ম্যাসেজ বক্সে লিখুন।

× Close
No Account? SIGNUP
Click Me

Login

Create account

X