amartender.com তার গ্রাহক, ভিজিটরদের ব্যক্তিগত গোপনীয়তা নিরাপদ রাখতে বদ্ধ পরিকর। অনুগ্রহ করে এই পুরো বিবরনী সতর্কতার সাথে পড়ুন কারণ এটি আইনের অধীনে আপনার অধিকার এবং দায়বদ্ধতার উপর প্রভাব রাখে।
amartender.com যে সকল তথ্য সংগ্রহ করবেঃ
১. সিষ্টেম তথ্য
amartender.com ওয়েবসাইটের যে কোন পেইজে আপনি ভিজিট করলে যে সকল তথ্য সনাক্ত এবং সংরক্ষন করা হয়-
২. ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য
আপনি আমাদের সাইটের রেজিষ্ট্রেশন করার পর, পরবর্তীতে আপনার যে সকল তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করিঃ- ইমেইল এড্রেস, amartender.com এ আপনার একাউন্টের পাসওয়ার্ড (???????), প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ধরন, ব্যবসায়ের ধরন, শহরের নাম, দেশের নাম, ফোন নম্বর, বিলিং এড্রেস, যোগাযোগকারীর নাম ইত্যাদি
৩. কুকিজ (নিম্নোক্ত কারনে আমরা কুকিজ অথবা অন্য কোন ইলেকট্রনিক টুল ব্যবহার করি )
তবে আপনি যদি আমাদের সাইটে কোন রেজিষ্ট্রেশন না করে থাকেন তবে কুকি ব্যবহার করেও আমাদের পক্ষে আপনাকে জানা সম্ভব হবে না। কুকি ব্যক্তিগত সে তথ্য গুলোই গ্রহন করবে যে তথ্যগুলো আপনি amartender.com সরবরাহ করবেন। আপনার হার্ডড্রাইভের ডাটা কুকি রীড করতে পারে না। আপনি এই সাইট ব্যবহার করার সময় বিভিন্ন কোম্পানীর এ্যাড দেখতে পাবেন যা ওই কোম্পানীর সার্ভার থেকে দেখানো হবে, এ্যাড কোম্পানীগুলোও তাদের নিজস্ব কুকি রেখে দিতে পারবে যদি ওই এ্যাডের ক্লিক করে আপনি তাদের কোন ওয়েব পেজ ভিজিট করেন। যেহেতু উক্ত এ্যাড কোম্পানীগুলোর নিজস্ব নিয়মকানুন আছে তাই তারা amartender.com ওয়েবসাইটের নিয়ম কানুনের আওতার বাইরে। তবে এক্ষেত্রে আপনার কাছে আমাদের পরামর্শ হবে আপনি ওই সাইটের ব্যবহারের ক্ষেত্রে উক্ত ওয়েবসাইটের নিয়ম কানুন দেখে নিবেন, আর যদি তা সহজে দেখতে না পাওয়া যায় সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিন তাদের নিয়মনীতি ও শর্তাবলীগুলো।
লিংক
amartender.com এর ওয়েব সাইটে অন্যান্য ওয়েব সাইটের লিংক থাকতে পারে। ওই ওয়েব সাইটগুলোর নিজস্ব প্রাইভেসী পলিসি আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রনের বাইরে। উক্ত সাইটগুলো ব্যবহারের মাধ্যমে আপনি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হবেন না তার নিশ্চয়তা amartender.com প্রদান করে না। আপনি যখনই আমাদের সার্ভার ছেড়ে, ওই সাইটগুলোকে ভিজিট করবেন, তাদের প্রাইভেসী পলিসি amartender.com থেকে ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আপনি ওই সাইটের হোমপেজ থেকে তাদের প্রাইভেসী পলিসি দেখে নিতে পারেন, আর তা যদি না খুঁজে পান তবে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রাইভেসী পলিসিগুলো জেনে নিতে পারেন।
ডাটা সর্ম্পকিত
amartender.com তার ব্যবহারকারীর প্রদত্ত তথ্য নিরাপদ রাখতে বদ্ধপরিকর। তবে নিয়ন্ত্রনের বাহিরের কোন কারণবশতঃ টেকনিক্যাল কোন কারনে অথবা ধর্মঘট, অসহযোগ, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ, রায়ট, প্রাকৃতিক দূর্যোগ, হ্যাকিং এর কারণে ডাটা চুরি অথবা হারিয়ে গেলে তার জন্যে amartender.com দায়ী থাকবে না।
এছাড়াও ডাটাবেইসে রাখার সুবিধার জন্য, amartender.com প্রাপ্ত যে কোন তথ্যের নীতিগত পরিবর্তন ও পরিবর্ধন করার অধিকার রাখে।
একাউন্টের নিরাপত্তা
amartender.com এ আপনার লগ ইন ইনফরমেশন (ইউজার নেম এবং পাসওয়ার্ড) আপনি সতর্কতার সাথে সংরক্ষন করবেন। এই সংরক্ষণ এবং গোপনীয়তার দায়বদ্ধতা শুধুমাত্র আপনার।
amartender.com এ আপনার গ্রাহক আইডি এবং পাসওয়ার্ড শুধুমাত্র আপনার একার জন্যই প্রদত্ত। আপনি অন্য কাউকে এই গ্রাহক আইডি বা পাসওয়ার্ড প্রদান করার জন্য অনুমোদনপ্রাপ্ত নন।
গোপনীয়তার নীতি পরিবর্তন
amartender.com সর্ম্পকিত আপনার প্রশ্ন, মূল্যবান মতামত এবং পরামর্শ জানাতে অনুগ্রহপূর্বক নিচের নম্বরে কল করুন, ইমেইল করুন অথবা কন্টাক্ট পেজ এর ম্যাসেজ বক্সে লিখুন।